আপরাইজিং দিয়ে পর্দা উঠবে বুসান চলচ্চিত্র উৎসবের
কোরিয়ান ছবি আপরাইজিং দিয়ে শুরু হবে এবারের বুসান চলচ্চিত্র উৎসব।
এবারের আয়োজনটি হবে উৎসবের ২৯তম আয়োজন।
২ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত চলবে উৎসব।
এতে প্রদর্শিত হবে ২৭৯টি চলচ্চিত্র।
নেটফ্লিক্স প্রযোজিত আপরাইজিং ছবিটির আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হবে বুসান চলচ্চিত্র উৎসবে।
ছবিটি পরিচালনা করেছেন কিম সাং-ম্যান।
সূত্র: হলিউড রিপোর্টার