আসছে রেহনা হ্যায় তেরে দিল মে এর সিক্যুয়াল
২০০১ সালে মুক্তি পেয়েছিল প্রেমের ছবি ‘রেহনা হ্যায় তেরে দিল মে’। আর. মাধবন, দিয়া মির্জা এবং সাইফ আলী খান অভিনীত ছবিটি দারুণ সাড়া ফেলেছিল সে সময়। যদিও ততটা ব্যবসা সে সময় করতে পারিনি ছবিটি। আজও হারিশ জয়রাজের করা গানগুলো মানুষের মনে গুনগুনিয়ে বাজে।
তামিল ‘মিন্নালে’ ছবির হিন্দি রিমেক ছিল ছবিটি। তামিল এবং হিন্দি দুটি ছবিই পরিচালনা করেন গৌতম মেনন। মাধবনের হিন্দি ছবিতে যাত্রা শুরু হয়েছিল এই ছবির মাধ্যমে। আর দিয়া মির্জার প্রথম ছবি ছিল এটি।
রেহনা হ্যায় তেরে দিলমে প্রযোজনা করেছিলেন ভাসু ভাগনানি। তারই ছেলে প্রযোজক, অভিনেতা জ্যাকি ভাগনানি ছবিটির সিক্যুয়াল নিয়ে কাজ করবেন বলে গুজব ছড়িয়েছে। গুজবের ডালপালাও ছড়িয়েছে বেশ। সম্ভাব্য অভিনেতা অভিনেত্রী হতে পারেন ভিকি কৌশল ও কৃতি স্যানন। আরেকটি চরিত্রে অভিনেতা নির্বাচন বাকি আছে।
ছবিটি পরিচালনা করতে পারেন রবি উদয়ার। ২০১৭ সালে শ্রীদেবী অভিনীত ‘মম’ ছবি পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয়েছিল তার।
আপাতত এতটুকু খবরই ছড়িয়েছে। যদিও এসব খবরের কোন জোর ভিত্তি নেই। দেখা যাক সামনে কি হয়। তবে ছবিটি যতটা জনপ্রিয় তাতে সিক্যুয়াল হলে ভক্তরা খুশিই হবেন নি:সন্দেহে।
সূত্র: ইনস্ট্যান্ট বলিউড