আয়ুষ্মানকে সাথে নিয়েও ফ্লপ বানী কাপুর!
একের পর এক চেষ্টা করেও হিটের তীড়ে তরী ভিড়ছে না বানী কাপুরের। আয়ুষ্মান খুরানার মত বেছে বেছে কাজ করা হিরো পেয়েও হিটের খরা কাটলো না বানীর। বরং আবার একটি ফ্লপই যোগ হলো তার ঝুলিতে।
চন্ডিগর কারে আশিকী ছবিতে নিজের কমফোর্ট জোনের বাইরে গিয়ে কাজ করেছেন আয়ুষ্মান। এর আগে কখনো পালোয়ানের চরিত্রে তাকে দেখা যায়নি। নিজেকে গড়ে তুলতে যথেষ্ট কাজও করেছেন, লুকে ভিন্নতা এনেছেন, হেয়ারস্টাইল পাল্টেছেন, পালোয়ানের শরীর বানিয়েছেন।
রক অন, কাই পো চে, কেদারনাথ এর মত সিনেমার পরিচালক অভিষেক কাপুর ডিরেকশন দিয়েছেন ছবিটির। তবুও দিন শেষে একটি অ্যাভারেজ সিনেমাই পেয়েছেন দর্শকরা। ছবির সাবজেক্টটা ইন্টারেস্টিং। এই সাবজেক্ট নিয়ে পপুলার কালচারে কাজ কম হয়েছে। বলিউডের সিনেমায় এই সাবজেক্ট নিয়ে আগে কাজ হয়েছে বলে মনে হয় না।
ফর্মুলা গল্প, অহেতুক নাচানাচিওয়ালা গান, গড়পরতা অভিনয়ের জন্য ছবিটি ফেঁসে গেছে। পার্শ্ব চরিত্রে আয়ুষ্মানের দুই সহকারীর চরিত্রে গৌরব শর্মা ও গৌতম শর্মার অভিনয় এবং উপস্থিতি ছিল এন্টারটেইনিং। আয়ুষ্মানের দুই বোনের চরিত্রে তানিয়া আবরোল এবং সাওয়ান রুপোয়ালির অভিনয়ও এন্টারটেইনিং ছিল।