ইমতিয়াজ আলীর ছবি দিয়ে বলিউডে আসছেন ফাহাদ ফাসিল?
মালায়লাম ছবির জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল বলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলে খবর বেরিয়েছে।
নির্মাতা ইমতিয়াজ আলীর পরবর্তী ছবির মাধ্যমে ফাহাদের বলিউডে অভিষেক হতে পারে।
এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ফিল্মফেয়ার।
ইমতিয়াজ আলী তার পরবর্তী ছবির স্ক্রিপ্ট ফাইনাল করেছেন।
গত কয়েক মাস ধরে ইমতিয়াজ এবং ফাহাদ কয়েক দফা মিটিং করেছেন বলেও খবর পাওয়া গেছে।
তবে এখনও সিনেমাটির নাম জানা যায়নি।
সর্বশেষ ইমতিয়াজ আলী পরিচালিত অমর সিং চমকিলা ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পায়।
এতে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ এবং পরিণীতি চোপড়া।
ফাহাদ ফাসিলকে সবশেষ দেখা গেছে আভেশাম সিনেমায়।
এখন পুষ্পা টু ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।