ঈদে শাব্দিক শাহীনের তিন নাটক
ঈদ উপলক্ষ্যে চ্যানেলগুলো তাদের ঈদের অনুষ্ঠানমালা নিয়ে জোর প্রচারণা শুরু করেছে। ঈদের সময় সবচেয়ে বেশি চাহিদা থাকে টিভি নাটকের। নাটক ভক্ত দর্শকেরা রীতিমত লিস্ট করে নাটক দেখতে বসেন।
তাই ঈদ নিয়ে নির্মাতা, কলাকুশলী ও শিল্পীদের ব্যস্ততা বেশ। অনেক নাটকের শুটিং আগেভাগে শেষ হয়েছে। এখন চলছে বিভিন্ন মাধ্যমে চলছে প্রচারণার কাজ।
তরুণ নির্মাতা শাব্দিক শাহীন এবার ঈদে তিনটি কাজ নিয়ে হাজির হচ্ছেন। কাজ তিনটি হচ্ছে লতিফ দপ্তরি, ঊনষাট বসন্ত এবং বিড়ালের খাঁচা।
ঈদের তৃতীয় দিন রাত ১০ টা ৪৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে নাটক লতিফ দপ্তরি। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং তানিয়া বৃষ্টি।
ঊনষাট বসন্ত নামের আরেকটি নাটক প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ এবং চ্যানেল টোয়েন্টিফোরে। এতে অভিনয় করেছেন মামুনুর রশিদ এবং ডলি জহুর।
বিড়ালের খাঁচা নাটকে অভিনয় করেছেন শাহজাহান সম্রাট এবং মায়মুনা মম। এটি প্রচারিত হবে বায়োস্কোপে।
নিজের কাজ সম্পর্কে নির্মাতা শাব্দিক শাহীন ভালো ছবিকে বলেন, ‘লতিফ দপ্তরি আমার খুবই প্রাণের কাছের গল্প। এই যে এখন অসহ্য গরমে সবাই অস্থির হয়ে পড়েছি, এটা কিন্তু আমাদেরই কর্মফল। প্রকৃতিতে তার মত থাকতে দিতে হবে। আর সেই প্রকৃতির খুব কাছের মানুষের গল্প লতিফ দপ্তরি। ঊনষাট বসন্ত গল্পটি নতুন করে মানুষকে সম্পর্কে জড়াতে শেখাবে। বিড়ালের খাঁচা থ্রিলারধর্মী কাজ। সহজ একটা গল্প কিন্তু ঘটনাক্রমে জটিল হয়ে ওঠে। আশা করি তিনটি কাজই দর্শকদের ভালো লাগবে।’