এক বছরে ৭০০ কোটির ব্যবসা করেছে অক্ষয়ের চার ছবি!

২০১৯ সালকে বলিউডে অক্ষয় কুমারের বছর বলাই যায়! অক্ষয়ের চারটি ছবি সব মিলিয়ে আয় করেছে ৭০০ কোটি রুপিরও বেশি। এক বছরে একজন অভিনেতার ছবির আয়ে এটা বলিউডে নতুন রেকর্ড!

অক্ষয় কুমারের চারটি ছবির মধ্যে ‘কেসারি’ আয় করেছে ১৫৪.৪১ কোটি রুপি। ‘মিশন মঙ্গল’ এর আয় ২০২.৯৮ কোটি রুপি। ‘হাউজফুল ফোর’ এর আয় ১৯৪.৬০ কোটি রুপি। সবশেষ ‘গুড নিউজ’ এর আয় ২০১.১৪ কোটি রুপি।

২০১৮ সালে রনবীর সিং এর দুটি ছবি ‘পদ্মাবত’ এবং ‘সিম্বা’ আয় করেছিলো ৫৪২.৪৬ কোটি রুপি। এক বছরে আয়ের রেকর্ডে এখন রনবীর আছেন দ্বিতীয় স্থানে।
তৃতীয় স্থানে আছেন ‘ভাইজান’ সালমান খান। ২০১৫ সালে মাত্র দুটি ছবি ‘বজরঙ্গী ভাইজান’ এবং ‘প্রেম রতন ধান পায়ো’ দিয়ে ৫৩০.৫০ কোটি রুপি আয় করেছিলেন সালমান।

এরপরে আছেন ‘বাহুবলী’ খ্যাত অভিনেতা প্রভাস। ২০১৭ সালে প্রভাস এর একমাত্র ছবি ’বাহুবলী টু’ আয় করেছিলো ৫১০.৯৯ কোটি রুপি।

হার্টথ্রব হৃত্বিক রোশান ২০১৯ সালে দুটি ছবি ‘ওয়ার’ এবং ‘সুপার থার্টি’ দিয়ে বক্স অফিসকে উপহার দিয়েছেন ৪৬৪.৮৫ কোটি রুপি।

সূত্র: বলিউড হাঙ্গামা, তরণ আদর্শ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *