এমি-তে সেরা ক্রাউন
আমেরিকান টেলিভিশন জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার এমি অ্যাওয়ার্ডস। এবার ছিল এমির ৭৩তম আসর। এই আসরে ক্রাউন ও টেড ল্যাসো সিরিজ দুটি পুরস্কার প্রাপ্তিতে এগিয়ে রয়েছে।
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের জীবনী অবলম্বনে নির্মিত ক্রাউন সিরিজটি সেরা ড্রামা সিরিজসহ এবারের সর্বোচ্চ সাতটি পুরস্কার জিতেছে। সিরিজটির চারটি সিজন প্রচারিত হয়েছে।
অপরদিকে কমেডি সিরিজ টেড ল্যাসো এবার সর্বোচ্চ ১৩টি বিভাগে মনোনয়ন পেয়েছিল। আর পুরস্কার জিতেছে সেরা কমেডি সিরিজসহ বেশ কয়েকটি বিভাগে।
৭৩তম আসরে এমি জিতলো যারা
সেরা ড্রামা সিরিজ : দ্য ক্রাউন
সেরা অভিনেতা (ড্রামা): যশ ও’কনোর
সেরা অভিনেত্রী (ড্রামা) : অলিভিয়া কোলম্যান
সেরা পরিচালক (ড্রামা) : জেসিকা হবস
সেরা কমেডি সিরিজ : টেড ল্যাসো
সেরা অভিনেতা (কমেডি) : জেসন সুদেকিস
সেরা অভিনেত্রী (কমেডি) : জেন স্মার্ট
সেরা পরিচালক (কমেডি) : লুসিয়া অ্যানিলো
সেরা লিমিটেড সিরিজ : দ্য কুইন্স গ্যাম্বিট
সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ/মুভি) : ইয়ান ম্যাকগ্রেগর
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি) : কেট উইন্সলেট
সেরা পরিচালক (লিমিটেড সিরিজ) : স্কট ফ্রাঙ্কস
সূত্র: হলিউড রিপোর্টার, ভ্যারাইটি