এসকে স্যার কি ক্লাস (২০২৩)
দ্য ভাইরাল ফিভার বা টিভিএফ এর বেশকিছু জনপ্রিয় ওয়েব সিরিজ রয়েছে। এর মধ্যে অ্যাসপায়রেন্টস সিরিজটি অন্যতম। সরকারি চাকরির পরীক্ষা বা ইউপিএসসি পরীক্ষার্থীদের জীবন, চড়াই উৎরাই নিয়ে ওয়েব সিরিজটি নির্মিত।
এবার সেই ওয়েব সিরিজের একটি মিনি সিক্যুয়াল তৈরি করেছে টিভিএফ। মাত্র তিনটি এপিসোডের এই সিরিজটি। প্রতিটি এপিসোড গড়ে ৩৫ মিনিটের।
তিনটি এপিসোডই বিনামূল্যে দেখা যাচ্ছে টিভিএফ এর ইউটিউব চ্যানেলে।
অ্যাসপায়রেন্ট এর তিন বন্ধু অভিলাশ, গুরি আর এসকে তিনজনই আছে এই সিরিজেও। তবে এবার সিরিজটির কেন্দ্রে এসকে। নতুন তিনটি গুরুত্বপূর্ণ চরিত্র যোগ হয়েছে, একটি আইএএস অফিসার চরণ স্যার, তার ছেলে আশীষ এবং এসকে স্যারের কলিগ সুজাতা ম্যাম।
আগের মতই ঘুরেফিরে এসেছে সম্ভূর চায়ের দোকান আর ওল্ড রাজেন্দরনগরের কথা।
অ্যাসপায়রেন্ট এর যে মূল থিম, প্রচন্ড চাপ এবং চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকারি চাকরির প্রস্তুতি নেয়া, সেটা এই সিরিজেও আছে। তবে এবার মূল থিম সাজানো হয়েছে, ডোন্ট গিভ আপ এর মন্ত্র দিয়ে।
ইমোশন, ড্রামা, ফাদার-সন ক্ল্যাশ আর এসকে স্যার এর ম্যাজিক, এসব মিলেই এসকে স্যার কি ক্লাস। অ্যাসপায়রেন্ট, কোটা ফ্যাক্টরি যাদের ভালো লেগেছে এটাও তাদের ভালো লাগবে।