করোনার কারণে ওয়েবে মুক্তি পাচ্ছে ৭ হিন্দি ছবি
করোনা পরিস্থিতির কারণে ভারতের সিনেমা হলগুলো বন্ধ। কিন্তু তৈরি হয়ে আছে বেশকিছু ছবি। এবার এসব ছবির মধ্যে ৭টি ছবি মুক্তি পাচ্ছে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে। এর আগে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারা মুক্তির তারিখ ঘোষণা করা হয়। এটিও এই অ্যাপেই মুক্তি পাচ্ছে। এর পাশপাশি নতুন যে ছবিগুলো মুক্তি পাবে লক্ষী বোম্ব, ভুজ, সড়ক টু, দ্যা বিগ বুল, খুদা হাফিজ, লুট কেস। জুলাই থেকে অক্টোবরের মধ্যে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে মুক্তি পাবে ছবিগুলো।
সূত্র: এনডিটিভি