কানে স্বর্ণপাম জিতলো অ্যানাটমি অব আ ফল
শেষ হয়েছে ৭৬তম কান চলচ্চিত্র উৎসব।
উৎসবের সেরা ছবির পুরস্কার স্বর্ণপাম জিতেছে ফরাসি নারী নির্মাতা জাস্টিন ত্রিয়েতের অ্যানাটমি অব আ ফল।
কান চলচ্চিত্র উৎসবের ইতিহাসে তৃতীয় নারী নির্মাতা হিসেবে উৎসবের সর্বোচ্চ পুরস্কার জিতলেন তিনি।
এর আগে নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিওন এবং ফ্রান্সের জুলিয়া ডুকর্নাউ নারী নির্মাতা হিসেবে স্বর্ণপাম জিতেছিলেন।
উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্র্যান্ড প্রিক্স জিতেছে ব্রিটিশ নির্মাতা জোনাথন গ্ল্যাজারের ছবি জোন অব ইন্টারেস্ট।
আ সার্তে রিগায় পুরস্কার জিতেছে মলি ম্যানিং ওয়াকার পরিচালিত হাউ টু হ্যাভ সেক্স। এটি তার প্রথম ছবি। এর আগে তিনি সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন।
গত ১৬ মে শুরু হয়ে ২৭ মে উৎসব শেষ হয়।
সূত্র: রয়টার্স, ডেডলাইন, দ্য হলিউড রিপোর্টার।