কেজিএফ চ্যাপ্টার টু এর জয়জয়কার
মুক্তি পাওয়ার আগে থেকেই বোঝা যাচ্ছিলো এমন কিছুই হবে। সে ধারণাই সত্যি করে মুক্তির পর থেকেই রেকর্ড গড়ে চলছে কেজিএফ চ্যাপ্টা টু।
বলিউডের ইতিহাসে তৃতীয় ছবি হিসেবে একদিনেই ৫০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে ছবিটি। এর সাথে সাথে একদিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড এখন কেজিএফ চ্যাপ্টার টু ছবিটির। বহুল আলোচিত বাহুবলি ছবিটিও একদিনে ৫০ কোটির সীমা ছুঁতে পারেনি।
এর আগে থাগস অব হিন্দুস্তান ছবিটি একদিনে ৫০ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছিলো। পরে অবশ্য ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। ওয়ার ছবিটি একদিনে আয় করেছিল ৫১ কোটি ৬০ লাখ রুপি।
এই দুই ছবির রেকর্ড ভেঙে দিয়ে কেজিএফ চ্যাপ্টার টু একদিনে আয় করেছে ৫৩ কোটি ৯৫ লাখ রুপি। আর প্রথম সপ্তাহ শেষে ছবিটির আয় ১৯৪ কোটি রুপি।
সামনে আরো কত রেকর্ড গড়বে আর ভাঙবে ছবিটি সেটাই এখন দেখার বিষয়।
গত ১৪ এপ্রিল বিশ্বজুড়ে ১০ হাজার স্ক্রিনে মুক্তি পায় ছবিটি। এর মধ্যে ভারতে ৬ হাজার স্ক্রিনে ছবিটি চলছে।
সূত্র: কইমই ডটকম, বলিউড হাঙ্গামা।