কোটা ফ্যাক্টরির পর টিভিএফ এর অ্যাসপায়রেন্ট

ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাওয়ার জন্য প্রতি বছর ভারতের লাখ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেয়। আর সুযোগ পায় মাত্র ৫ হাজার। প্রচণ্ড প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এই পরীক্ষাকে কেন্দ্র করে গড়ে উঠেছে রমরমা কোচিং ব্যবসা। ভারতের অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেশি শিক্ষার্থী পড়ালেখা করে এসব কোচিংয়ে। কোটি কোটি টাকার ব্যবসা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার স্বপ্নকে নিয়ে।

এমনই এক ঝাঁক কিশোর কিশোরীর গল্প নিয়ে টিভিএফ তৈরি করেছিল ওয়েব সিরিজ কোটা ফ্যাক্টরি। মাত্র পাঁচটি এপিসোডের এই সিরিজটি মুক্তি পায় ২০১৯ সালে।

এবার কোটা ফ্যাক্টরির মতই নতুন আরেকটি সিরিজ নিয়ে এসেছে টিভিএফ। এবারের সিরিজটির নাম অ্যাসপায়রেন্ট। আর এর গল্প ইউপিএসসি পরীক্ষা নিয়ে। উচ্চশিক্ষার মত সরকারি চাকরির পরীক্ষাতেও হয় তুমুল প্রতিদ্বন্দ্বীতা। চার/পাঁচ/ছয়বার পরীক্ষা দিয়েও অনেকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। স্ট্রাগল, হতাশা, সাফল্য মিলিয়ে অদ্ভূত এক জীবনবোধের গল্পই যেন বলছে অ্যাসপায়রেন্ট।

গতকাল সিরিজটির প্রথম এপিসোড মুক্তি পেয়েছে টিভিএফ এর ইউটিউব চ্যানেলে। মাত্র একদিনে দুই মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে এপিসোডটির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *