গডফাদার এর প্রত্যাবর্তন

দ্য গডফাদার ছবিটি মুক্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আবারও সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে ক্ল্যাসিক এই ছবিটি। আগামী ২৫ ফেব্রুয়ারি এএমসি এর কয়েকটি নির্বাচিত সিনেমা হলে ছবিটি মুক্তি দেয়া হবে।

ফ্রান্সিস ফোর্ড কপোলা পরিচালিত মূল ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭২ সালের ২৪শে মার্চ। গডফাদার সিরিজের তিনটি ছবিই অর্থ্যাৎ গডফাদার ট্রিলোজি নতুন করে মুক্তি দেয়া হবে ফোরকে আল্ট্রা এইচডি ফরম্যাটে।

আমেরিকান লেখক মারিয়া পুজোর লেখা দ্য গডফাদার উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৬৯ সালে। উপন্যাস লেখার পর পরবর্তীতে পরিচালক কপোলার সাথে মিলে ছবির চিত্রনাট্যও লিখেছিলেন পুজো। উপন্যাস এবং ছবি দুটোই বিশ্বজুড়ে দারুণভাবে সমাদৃত হয়েছে।

সূত্র: বক্সঅফিসপ্রো ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *