ঘরে বসেই আয়নাবাজি
ফিরছে আয়না। ফিরছে হৃদি আর সাবের। তবে এই লকডাউনের সময়ে সবাই ঘরে বসেই করবেন এবারের আয়নাবাজি।
আয়নাবাজি ছবির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দেন।
আবার আয়নাবাজি। আবার আয়না, হৃদি এবং ক্রাইম রিপোর্টার সাবের। সাড়ে তিন বছর পর আবার একসাথে হয়েছি আমরা; নিজ নিজ ঘরে বসে। বিশ্বব্যাপী কোভিড-১৯ জনিত রাজমারীর এই কালে আমাদের ভবিষ্যত অনিশ্চিত; থমথমে। এর মধ্যেই আমাদের এই এক হওয়াটা হয়তো একটু সুবাতাস। সবাই মিলে ভাল থাকার সামান্য চেষ্টা। ঘরবন্দী থেকেও সকলে সবার পাশে থাকা। সীমিত সামর্থ্যগুলো পাশাপাশি জোড়া লাগালেই আমরা হয়তো একটা ইতিবাচক পরিবর্তনের দিকে যেতে পারব। আমাদের আয়নাগুলো সচেতনতার আয়না হয়ে উঠুক। সাড়ে তিন বছর পর আয়নাবাজির এই পুনর্মিলনীর জন্য চঞ্চল চৌধুরী, নাবিলা ও পার্থ বড়ুয়াকে অনেক অনেক ধন্যবাদ।
তবে কবে, কখন, কীভাবে কি হবে তা এখনও কোন খবর নেই।
আয়নাবাজি এর ভেরিফায়েড পেজে সেই প্রস্তুতির ভিডিও ছাড়া হয়েছে।
https://www.facebook.com/aynabajimovie/videos/221728989126043/