চলছে কান চলচ্চিত্র উৎসব

বরাবরের মতই জাকজমক আয়োজনে পর্দা উঠেছে কান চলচ্চিত্র উৎসবের।

গত ১৬ মে শুরু হয়েছে কানের ৭৬তম আসর।

উদ্বোধনী দিনে দেখানো হয়েছে জনি ডেপ অভিনীত ছবি জ্যঁ দু বেরি।

উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ২০ টি পূর্ণদৈর্ঘ্য ছবি।

এসব ছবির মধ্যে থেকে একটি ছবি জিতে নেবে উৎসবের সবচেয়ে সম্মানজনক পুরস্কার স্বর্ণপাম।

এবারের উৎসবে বাংলাদেশেরও একটি স্টল রয়েছে।

১১ দিনের এই উৎসবের পর্দা নামবে আগামী ২৭ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *