চোর নিকালকে ভাগা: সময় কাটানোর জন্য ভালো থ্রিলার
থ্রিলার ছবি যাদের পছন্দ তাদের ভালো লাগবে। মাল্টি লেয়ারড কাহিনী। শুরুর দিকে কাহিনী একরকম, শেষের দিকে কাহিনী আরেক রকম।
হাইজ্যাক এবং ডাকাতি দুটো বিষয়কে এক জায়গায় এনেছে কাহিনীতে। সেই সাথে আছে রিভেঞ্জ।
শুরুটা বেশ সাদামাটা হলেও হোস্টেজ সিচুয়েশনের সাথে সাথে গল্পটা জমতে থাকে এবং দ্রুতই পরিস্থিতি পাল্টে যেতে থাকে।
গত ২৪ শে মার্চ ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পায়।
ছবিটি পরিচালনা করেছেন অজয় সিং। ছবিটিতে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন সানি কৌশল, ইয়ামি গৌতম, শরদ কেলকার এবং ইন্দ্রনীল সেনগুপ্ত।