তুফান (২০২৪)

নাচ-গান-অ্যাকশনে ভরপুর সিনেমা তুফান। দেখতে সুন্দর, মানে ভিজ্যুয়াল চমৎকার হয়েছে। এজন্য আর্ট, কস্টিউম, সিনেমাটোগ্রাফি, কালার-এডিটিং টিমের ধন্যবাদ প্রাপ্য। মিউজিকও হয়েছে চমৎকার। শুধু শুরুতে শাকিব খানের গানটা বেখাপ্পা লেগেছে। বাকিগুলো ঠিক আছে।

শাকিব খানকে ভালো লেগেছে পর্দায়। নতুন কিছু করার চেষ্টা ছিল তার মধ্যে।

কাহিনীতে বেশ কিছু গড়মিল ছিল। অযৌক্তিক বিষয় দেখানো হয়েছে, কখনো জোড়াতালি দেয়া হয়েছে।   রাফির অন্যসব ছবিতে কাহিনীর যে শক্ত বুনন থাকে সেটা এই ছবিতে মিসিং। স্ক্রিপ্টে কম্প্রোমাইজ করে তিনি হয়তো শাকিবের উপর আস্থা রেখেছিলেন।

মিমি, নাবিলা দুজনই নিজেদের চরিত্রে চমৎকার অভিনয় করেছেন।

চঞ্চল, যথারীতি চমৎকার। চঞ্চলের এন্ট্রি সিনে দর্শকরা তালি দিয়েছেন। এতেই তার জনপ্রিয়তা বোঝা যায়।

গাজী রাকায়েত মুগ্ধ করেছেন। অল্প সময়ের জন্য হলেও সালাহউদ্দিন লাভলু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।

লোকনাথ দে লোকা, আদনান আদিব খান এবং গাউসুল আলম শাওন তিনজনই কমেডিতে মাতিয়ে রেখেছেন। এদেরকে বেশি স্ক্রিন টাইম দিলে দর্শকদের জন্য ছবিটা আরও উপভোগ্য হতো।

ছবির ভিজ্যুয়াল, কস্টিউম, মিউজিক, গল্পে এনিমেল এবং কেজিএফ এর ছাপ রয়েছে।

সচেতনভাবেই এসব পপুলার ছবি থেকে ইন্সপায়েরেশন নেয়া হয়েছে বলে মনে হয়েছে। সেটা ভালোই হয়েছে, ছবির সৌন্দর্য্য বাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *