থাপ্পড় নিয়ে মাথা ঘামাচ্ছে বলিউড
নতুন এক ছবির ট্রেইলার রিলিজ হয়েছে। ছবির নাম ‘থাপ্পড়’। মূলভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী তাপসী পান্নু।
পুরো ছবির কাহিনী আবর্তিত হয়েছে একটি থাপ্পড় নিয়ে। তবে একটি থাপ্পড় শুধু একটি থাপ্পড় নয়, বরং পারিবারিক নির্যাতন এবং সহিংসতার একটি সামান্য অংশ মাত্র। যে কোন পরিস্থিতি বা পরিবেশেই শারীরিক নির্যাতন গর্হিত কাজ।
বিয়ে বা প্রেমের সম্পর্ক থাকলেই একজন মানুষ আরেকজন মানুষের মালিক হয়ে যায় না। তেমনি কোন সম্পর্কই কাউকে শারীরিক নির্যাতনের বৈধতা দেয় না।
অথচ আমাদের সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে শারীরিক নির্যাতনের বিষয়টি ‘চেপে যাবার’ পরামর্শই বেশি দেয়া হয়।
‘থাপ্পড়’ ছবির ট্রেইলার ইউটিউবে মুক্তির পর এই বিষয়গুলো নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে আলাপ আলোচনা হয়েছে, হচ্ছে এবং ছবিটি মুক্তির পর আরো হবে সেটা বলাই যায়।
আরেকটি দিক আছে ছবিটির। অনেকেই ছবিটিকে ২০১৯ সালের আলোচিত হিন্দি ছবি ‘কবির সিং’ এর কড়া জবাব বলছেন। ‘কবির সিং’ ছবিতে প্রধান দুই চরিত্র কবির এবং প্রীতি। একটি দৃশ্যে দেখা যায় কবির, প্রীতিকে চড় মারে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও ছবিতে শারীরিক নির্যাতনের প্রচার নিয়ে সে সময়ে যথেষ্ট বিতর্ক হয়েছে।
অবশ্য ‘কবির সিং’ ছবির পরিচালকের ভাষ্য ছিল, থাপ্পড়ও অনেক সময় ভালোবাসার বহি:প্রকাশ। আর থাপ্পড় ছবিতে তাপসী পান্নু বলছেন, ‘একটি চড়, কিন্তু সেটাই মারতে পারে না’।
এর আগেও যৌননিপীড়নবিরোধী বক্তব্যধর্মী ছবি ‘পিংক’-এ অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তাপসী পান্নু।
‘থাপ্পড়’ ছবিটি পরিচালনা করেছেন অনুভব সিনহা। এর আগে ‘আর্টিকেল ফিফটিন’ এবং ‘মুল্ক’ এর মত ছবি পরিচালনা করেছেন তিনি।