দুই বছর পর ফিরছেন বং জুন-হো, সাথে থাকতে পারেন প্যাটিনসন
অস্কারজয়ী নির্মাতা বং জুন-হো তার নতুন ছবির কাজ শুরু করেছেন। অ্যাডওয়ার্ড অ্যাশটনের প্রকাশিতব্য উপন্যাস ‘মিকি সেভেন’ অবলম্বনে নির্মিত হবে ছবিটি। তবে এর নাম এখনও ঠিক হয়নি।
ছবিটির চিত্রনাট্য লেখার কাজ করছেন তিনি। এর পাশাপাশি ছবিটি প্রযোজনাও করবেন তিনি। সহ প্রযোজক হিসেবে তার সাথে আরো থাকছে ওয়ার্নার ব্রাদার্স।
নতুন এই ছবিতে অভিনয় করতে পারেন রবার্ট প্যাটিনসন। আপাতত তার সাথে প্রাথমিক কথাবার্তা বলছেন পরিচালক।
২০২০ সালে ‘প্যারাসাইট’ ছবির জন্য সেরা পরিচালক হিসেবে অস্কার জেতেন বং।
সূত্র: ডেডলাইন ডটকম