দ্রাবিড়ের যে রুপ কেউ দেখেনি আগে!
জ্যামে বসে সবার সাথে ঝগড়া করছেন রাহুল দ্রাবিড়। ব্যাট দিয়ে ভাঙছেন পাশের গাড়ির লুকিং গ্লাস। আশেপাশের সবার সাথে গলা উঁচিয়ে করছেন ঝগড়া। এমন দৃশ্য কেউ কোনদিন দেখেননি বা দেখবেন বলেও ভাবেননি।
সেই অসম্ভবকে সম্ভব করেছে একটি বিজ্ঞাপন। ক্রেডিট কার্ড বিল পেমেন্টের একটি অ্যাপের বিজ্ঞাপনে দেখা গেছে রাগী রাহুল দ্রাবিড়কে। আর সেই রাগ ছড়িয়ে পড়েছে ইন্টারনেটজুড়ে। এমন দ্রাবিড়কে দেখে বিস্মিত সবাই!