নতুন সিনেমার জন্য অপেক্ষা

করোনায় থেমে আছে সবকিছু। কিছু ছবি তৈরি হয়ে থাকলেও মুক্তি দেয়া যাচ্ছে না। আবার কিছু ছবির কাজ থমকে আছে। এখনও আলোর মুখ না দেখে ছবিগুলো নানা কারণে দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।

মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’

বিশেষ করে নির্মাতা, গল্প এবং অভিনেতাদের জন্য এসব ছবির জন্য অপেক্ষা দর্শকদের। প্রথমেই আসা যাক ‘হাওয়া’ ছবিটির কথায়। মেধাবী পরিচালক মেজবাউর রহমান সুমন এর প্রথম ছবি হতে যাচ্ছে এটি। সেন্টমার্টিনে দীর্ঘদিন শুটিং করেছেন ছবিটির। অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন ছবিটিতে। নির্মাতা এবং অভিনেতার কারণে ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে।

টেলিভিশনের জনপ্রিয় নির্মাতা অঞ্জন আইচ নির্মাণ করেছেন ‘আগামীকাল’ ছবিটি। এটিও রয়েছে মুক্তির অপেক্ষায়। করোনা পরিস্থিতির উন্নতি হলে হয়তো ছবিটি হলে মুক্তি পাবে।

অ্যাডভেঞ্চার্স অব সুন্দরবন শুটিং শুরুর সময়

মুহাম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার্স অব সুন্দরবন’। গত বছর লকডাউনের সময় লঞ্চ ভাড়া করে ছবিটির টানা শুটিং হয়।

‘ঢাকা অ্যাটাক’-এর সাফল্যের পর চলছে এর সিক্যুয়াল ‘মিশন এক্সট্রিম’ এর কাজ। তবে নির্মাতা বদল হয়েছে। দীপংকর দীপনের পরিবর্তে ‘মিশন একস্ট্রিম’ নির্মাণ করছেন ফয়সাল আহমেদ।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) এর সহায়তায় দীপংকর দীপন নির্মাণ করেছেন ‘অপারেশন সুন্দরবন’। এর টিজার মুক্তি পেয়েছে এবং দর্শক ভালো কিছুর জন্যই অপেক্ষা করছে। এই ছবিটি কি নির্মাতার আগের ছবি ঢাকা অ্যাটাককে ছাড়িয়ে যেতে পারবে? এই প্রশ্নের উত্তর পেতেই হলে যেতে উদগ্রীব দর্শক।

সিনেমার সুদিন ফিরবে সেই প্রত্যাশায় অপেক্ষা করছেন সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *