নতুন ‘স্নোপিয়ার্সার’ নিয়ে নেটফ্লিক্সে বং জুন-হো
অস্কারজয়ী কোরিয়ান পরিচালক বং জুন-হো এবার নতুন সিরিজ নিয়ে আসছেন নেটফ্লিক্সে। ‘স্নোপিয়ার্সার’ নামের সিরিজটি মুক্তি পাবে আগামী ২৫ মে।
ফরাসি কমিক ক্রিয়েটর জ্যঁ লোব এর গ্রাফিক নভেল ‘লে ট্র্যান্সপারসিনিগ’ অবলম্বনে ২০১৩ সালে ‘স্নোপিয়ার্সার’ নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন বং জুন-হো। এবার সেই গল্পে নির্মিত হচ্ছে সিরিজ। এই সিরিজের প্রযোজক হিসেবে কাজ করেছেন বং জুন-হো আর সিরিজটি পরিচালনা করেছেন গ্র্যামে মেনসন।
সিরিজটির গল্প সাজানো হয়েছে একটি ট্রেনকে ঘিরে। পৃথিবীতে মাত্র তিন হাজার মানুষ বেঁচে আছেন। আর তারা সবাই আছেন এই ট্রেনে। ট্রেনটিতে রয়েছে ধনী-গরীবের বৈষম্য। ধনীরা ভালো সুবিধা ভোগ করেন এবং থাকেন সামনের দিকের বগিগুলোতে আর দরিদ্ররা থাকেন শেষের দিকের বগিতে। বেঁচে থাকার তাগিদে একসময় এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেন দরিদ্ররা।
সূত্র: দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড