নীল মুকুট (২০২১)
‘শুনতে কি পাও’-খ্যাত নির্মাতা কামার আহমাদ সাইমন এর তথ্যচিত্র ‘নীল মুকুট’। এই তথ্যচিত্রটি নানাদিক থেকেই বৈচিত্র্যময়। বিশেষ করে এর বিষয়। জাতিসংঘ শান্তি মিশনে কাজ করার বাংলাদেশ পুলিশের নারীদের একটি দলকে নিয়ে তথ্যচিত্রটি সাজানো হয়েছে।
জাতিসংঘ মিশনে যাওয়ার জন্য প্রশিক্ষণের সময় থেকে মাঠের কাজ পর্যন্ত, সব উঠে এসেছে এই তথ্যচিত্রে। আর সেই সাথে উঠে এসেছে পোশাকের আড়ালে থাকা সাধারণ মানুষের জীবনের নানা টানাপোড়েন।
পুলিশও যে একজন রক্তে মাংসে গড়া মানুষ সেটা খুব স্পষ্ট করে দেখানো হয়েছে নীল মুকুটে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ঘর সংসারের খোঁজও তাকে রাখতে হয় সেই সুদূর প্রবাস থেকে, ঘরের জন্য মন পোড়ে, সন্তানের কান্না দেখে কান্না পায় মায়ের। চমৎকার আবেগী এক যাত্রা রয়েছে পুরো তথ্যচিত্রজুড়ে।
ক্যামেরার কাজ এখানে খুবই গুরুত্বপূর্ণ। এত সাবলীলভাবে ক্যামেরার কাজ করা হয়েছে যে ক্যামেরা আছে অনেক দৃশ্যে সেটাই বোঝা যায় না। মনে হচ্ছে চোখের সামনে ঘটনা ঘটে যাচ্ছে আর দর্শকরাও এদেরই একজন। তাই আবেগ, অনুভূতিগুলো ধরা দিয়েছে খুব স্পষ্টভাবে।