নূর হয়ে আসছেন শুভ
পরিচালক রায়হান রাফির নতুন ছবি ‘নূর’-এ নামভূমিকায় অভিনয় করবেন আরিফিন শুভ। এটাই হতে যাচ্ছে এই পরিচালক-অভিনেতা জুটির প্রথম কাজ।
গত ২৭ এপ্রিল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ছবির পোস্টার শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রাফি।
ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। তবে শুভ’র বিপরীতে অভিনেত্রী এখনও নিশ্চিত হয়নি।
সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীমূলক চলচ্চিত্রের শুটিং শেষে ভারত থেকে ফিরেছেন শুভ।
২০১৮ সালে ‘পোড়ামন ২’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন রাফি।
এরপর একে একে নির্মাণ করেছেন ‘জহির’, ‘দহন’ এবং ‘জানোয়ার’।
গত ভালোবাসা দিবসে ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ সিরিজের ব্যানারে তিনি নির্মাণ করেন শর্ট ফিল্ম ‘অথবা প্রেমের গল্প’।