পেছালো অস্কার, বাফটা
করোনা ভাইরাস পরিন্থিতির কারণে সারা বিশ্বই টালমাটাল। এমন অবস্থায় ২০২১ সালের অস্কার আসর বসবে কিনা তা নিয়ে ছিলো অনিশ্চয়তা। এর আগে অস্কারের নির্ধারিত দিন ছিলো ২৮ শে ফেব্রুয়ারি।
তবে পরিস্থিতির কথা বিবেচনা করে ৯৩ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড এর এই আয়োজন পিছিয়ে দেয়া হয়েছে দুই মাস। আগামী ২৫ শে এপ্রিল, ২০২১ এই আসর বসবে বলে জানিয়েছে অ্যাকাডেমি কর্তৃপক্ষ।
অস্কারের পাশাপাশি ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস (বাফটা) এর তারিখও পিছিয়ে দেয়া হয়েছে। অস্কারের দুই সপ্তাহ আগে ১১ এপ্রিল বসবে আগামী বছরের বাফটা এর আয়োজন।
সূত্র: ভ্যারাইটি