প্রথমবার হিরানির ছবিতে শাহরুখ
সঞ্জয় দত্ত, আমির খান, রণবীর কাপুরের পর এল শাহরুখ খানের পালা। প্রথমবারের মত রাজকুমার হিরানির ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাহরুখ।
ডানকি নামের ছবিটি মুক্তি পাবে ২০২৩ সালের ২২ শে ডিসেম্বর। ছবিটির টিজার ছাড়া হয়েছে ইউটিউবে। সেখানে দেখা গেছে পরবর্তী ছবি নিয়ে কথা বলছেন শাহরুখ আর হিরানি। শেষে গিয়ে মরুভূমিতে জেগে উঠছে ছবিটির নাম।
এই মাসেই ছবিটির শুটিং শুরু হবে। পাঞ্জাবের মরুভূমিতে এই ছবির বড় একটা অংশের শুটিং করা হবে। শাহরুখের সাথে ছবিতে আরো থাকবেন তাপসী পান্নু।
২০১৮ সালে ’জিরো’ এর পর শাহরুখ খানের আর কোন ছবি মুক্তি পায়নি। সামনে মুক্তি পেতে যাচ্ছে পাঠান ছবিটি। এটি নিয়ে আলোচনা তুঙ্গে রয়েছে। বিশেষ করে এই ছবিতে শাহরুখের নতুন লুক নিয়ে আলোচনা হচ্ছে।
সূত্র: টাইমস নাউ, ইন্ডিয়া টিভি।