ফিরছেন ফারদিন

১১ বছর পর পর্দায় ফিরছেন ফারদিন খান। ‘ভিসফট’ নামের এই ছবিতে ফারদিনের সাথে থাকবেন রিতেশ দেশমুখ। ছবিটি পরিচালনা করবেন সঞ্জয় গুপ্তা।

২০১২ সালের ভেনেজুয়েলান ছবি ‘রক পেপার সিসর্স’ এর রিমেক হবে ছবিটি। ৮৫তম অস্কারে সেরা বিদেশি ভাষার ছবি বিভাগে মনোনয়ন পেয়েছিল ছবিটি।

সবশেষ ২০১০ সালে দুলহা মিল গায়া ছবিতে অভিনয় করেছিলেন ফারদিন। আর রিতেশ আর ফারদিন সবশেষ একসাথে অভিনয় করেছিলেন ২০০৭ সালে, ‘হেই বেবি’ ছবিতে।

প্রয়াত অভিনেতা ফিরোজ খানের ছেলে ফারদিন ১৯৯৮ সালে প্রেম আগ্গান ছবি দিয়ে বলিউডে ডেব্যু করেন।

ফারদিন অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে জানাশিন, লাভ কে লিয়ে কুচ ভি কারেগা, পেয়ার তুনে ক্যায়া কিয়া, ডার্লিং, নো এন্ট্রি, হেই বেবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *