বন্ড হয়ে আসবেন ইদ্রিস এলবা?

বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেগের শেষ ছবি ছিল নো টাইম টু ডাই। এরপর নতুন কোন অভিনেতা বন্ড চরিত্রে আসবেন তা নিয়ে আগ্রহ সবার। নতুন করে খবর চাউর হয়েছে বন্ড চরিত্রে অভিনয় করতে পারেন অভিনেতা ইদ্রিস এলবা।

খবর বেরিয়েছে, বন্ড সিরিজের দুই প্রযোজক বারবারা ব্রোকোলি এবং মাইকেল জি. উইলসন এ বিষয়ে ইদ্রিসের সাথে প্রাথমিক কথাবার্তা বলেছেন। এ বিষয়ে ব্রোকোলি বলেছেন, তিনি আর ইদ্রিস খুব ভালো বন্ধু। বন্ডের চরিত্রে অভিনয় নিয়ে ইদ্রিসের সাথে কার কথা হয়েছে। তিনি মনে করেন বন্ডের চরিত্র করার মত সক্ষমতা ইদ্রিসের রয়েছে।

৪৯ বছর বয়সী ইদ্রিস বেশকিছু আলোচিত ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে ‘লুথার’, ‘কংক্রিট কাউবয়’, ‘প্যাসিফিক রিম’, ‘থর: র‍্যাগনারোক’।

যদি শেষ পর্যন্ত ইদ্রিসকে বন্ড চরিত্রে দেখা যায় তাহলে তিনি হবেন প্রথম কৃষ্ণাঙ্গ বন্ড। এর আগে ছয় জন অভিনেতা বন্ড চরিত্রে পর্দায় এসেছেন, যারা সবাই ছিলেন শ্বেতাঙ্গ। এরা হলেন শন কনারি, জর্জ লেজেনবি, রজার মুর, টিমোথি ডালটন, পিয়ার্স ব্রসনান এবং ড্যানিয়েল ক্রেগ।

ইদ্রিস ছাড়াও টম হার্ডি, রিচার্ড ম্যাডেন এবং হ্যানরি কাভিল এর নাম শোনা যাচ্ছে বন্ড হিসেবে। তবে এখনও কারো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *