বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে বলি
বাংলাদেশ থেকে এবার অস্কারে যাচ্ছে ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত বলি চলচ্চিত্রটি।
সেরা বিদেশি ভাষার ছবি (ফিচার ফিল্ম) ক্যাটাগরিতে ছবিটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
অস্কার কমিটি সারা বিশ্ব থেকে জমা পড়ে ছবিগুলো দেখে মনোনয়নের সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে।
এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হয়েছে।
তবে বাংলাদেশে এখনো ছবিটি মুক্তি পায়নি।
সরকারি অনুদানের ছবি বলী-তে প্রযোজক হিসেবে আছেন পিপলু আর খান।
ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান।