বাফটায় ওপেনহেইমারের সর্বোচ্চ সাত পুরস্কার
ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্ট অ্যাওয়ার্ডস সংক্ষেপে বাফটা এর ৭৭তম আয়োজনে সর্বোচ্চ সাতটি পুরস্কার পেয়েছে ওপেনহেইমার।
সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা পরিচালকসহ গুরুত্বপূর্ণ পুরস্কার জিতেছে ছবিটি।
লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হল-এ গত ১৮ ফেব্রুয়ারি বসেছিল জমজমাট এ পুরস্কারের আসর।
পুওর থিংস ছবিটি জিতেছে পাঁচটি পুরস্কার। এই ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এমা ওয়াটসন।
সূত্র: এনডিটিভি, বিবিসি।