বাফটায় সেরা দ্য পাওয়ার অব দ্য ডগ, সবচেয়ে বেশি পুরস্কার ডুন-এর
ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস বা বাফটায় এবার সেরা ছবির পুরস্কার জিতেছে দ্য পাওয়ার অব দ্য ডগ। একই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন জেন ক্যাম্পিওন। আটটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল ছবিটি।
১১ টি মনোনয়ন পেয়ে সর্বোচ্চ পাচটি পুরস্কার জিতেছে ডুন ছবিটি। সিনেমাটোগ্রাফি, স্পেশাল ভিজ্যুয়াল এফেক্টস, সাউন্ড, অরিজিনাল স্কোর এবং প্রোডাকশন ডিজাইনে পুরস্কার জিতেছে ডুন।
কোডা এবং ওয়েস্ট সাইড স্টোরি দুটি করে পুরস্কার জিতেছে।
কিং রিচার্ড ছবিতে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন উইল স্মিথ।
এবার সকলের শারীরিক উপস্থিতিতে আয়োজন করা হয় বাফটার। গত বছর করোনার কারনে পিছিয়ে গিয়ে পরে অনলাইনে আয়োজন করা হয়েছিল আয়োজনটি। এবারের আসর উপস্থাপনা করেন রেবেল উইলসন।
২০২২ বাফটা বিজয়ীদের তালিকা
সেরা ছবি: দ্য পাওয়ার অব দ্য ডগ
আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম: বেলফাস্ট
আউটস্ট্যান্ডিং ডেব্যু (ব্রিটিশ লেখক /পরিচালক/প্রোডিউসার): দ্য হার্ডার দে ফল, জেমস স্যামুয়েল (লেখক/পরিচালক)
সেরা বিদেশি ভাষার ছবি: ড্রাইভ মাই কার (জাপান)
সেরা ডকুমেন্টারি: সামার অব সৌল
সেরা অ্যানিমেটেড ছবি: এনকান্তো
সেরা পরিচালক: জেন ক্যাম্পিওন, দ্য পাওয়ার অব দ্য ডগ
সেরা মৌলিক চিত্রনাট্য: লিকরিশ পিজ্জা
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: কোডা
সেরা অভিনেত্রী: জোয়ানা স্ক্যানল্যান (আফটার লাভ)
সেরা অভিনেতা: উইল স্মিথ (কিং রিচার্ড)
সেরা পার্শ্ব অভিনেত্রী: আরিয়ান ডেবোস (ওয়েস্ট সাইড স্টোরি)
সেরা পার্শ্ব অভিনেতা: ট্রয় কটসুর (কোডা)
অরিজিনাল স্কোর: ডুন
কাস্টিং: সিন্ডি টোলান ওয়েস্ট সাইড স্টোরি
সিনেমাটোগ্রাফি: গ্রেগ ফ্রেজার (ডুন)
সেরা সম্পাদনা: টম ক্রস, এলিয়ট গ্রাহাম (নো টাইম টু ডাই)
প্রোডাকশন ডিজাইন: প্যাট্রিস ভারমেট্টে, জুজানা সিপোস (ডুন)
কস্টিউম ডিজাইন: জেনি বিয়াভেন (ক্রুয়েলা)
মেকআপ এবং হেয়ার: দ্য আইস অব ট্যাম ফায়ে
সাউন্ড: ডুন
স্পেশাল ভিজ্যুয়াল এফেক্টস: ডুন
ব্রিটিশ শর্ট অ্যানিমেশন: ডু নট ফিড দ্য পিগিওন্স
ব্রিটিশ শর্ট ফিল্ম: দ্য ব্ল্যাক কপ
ইই রাইজিং স্টার অ্যাওয়ার্ড (পাবলিক ভোট): লাশানা লিঞ্চ
সূত্র: ভ্যারাইটি, দ্য হলিউড রিপোর্টার, দ্য ইনডিপেনডেন্ট