বুসানে বাংলার তিন
বাংলাদেশের চলচ্চিত্রের জন্য সুখবর। আন্তর্জাতিক উৎসবে উপস্থিতি বাড়ছে বাংলা ছবির। এবার বুসান চলচ্চিত্র উৎসবে প্রথমবার বাংলাদেশের তিনটি ছবি প্রদর্শিত হবে। দক্ষিণ কোরিয়ার নামকরা এই চলচ্চিত্র উৎসবে ডাক পেয়েছে রেহানা মরিয়ম নূর, নো ল্যান্ডস ম্যান এবং পায়ের তলায় মাটি নাই।
রেহানাম মরিয়ম নুর ছবিটি পরিচালনা করেছেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের প্রথম ছবি হিসেবে এটি প্রদর্শিত হয়েছে।
নো ল্যান্ডস ম্যান ছবিটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবিটির সহপ্রযোজক হিসেবেও রয়েছেন তিনি।
পায়ের তলায় মাটি নাই নির্মাণ করেছেন মোহাম্মদ রাব্বী মৃধা। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন লাইভ ফ্রম ঢাকা খ্যাত অভিনেতা মোস্তফা মনওয়ার।