ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ছবি আত্তাম

আজ নয়া দিল্লিতে এক প্রেস কনফারেন্সে ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে মালায়লাম ছবি আত্তাম। সেরা চিত্রনাট্যের পুরস্কারও জিতেছে ছবিটি।  

কন্নড় ছবি কানতারা এর জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রিশভ শেঠি।

সেরা অভিনেত্রী হয়েছেন যৌথভাবে নিথিয়া মেনেন (তিরুচিত্রাবালাম) এবং মানসী পারেখ (কুচ এক্সপ্রেস)।

উচাই ছবির জন্য সেরা পরিচালক এর পুরস্কার জিতেছেন সুরাজ বারজাতিয়া। এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, অনুপম খের এবং বোমান ইরানি।

সেরা হিন্দি ছবির পুরস্কার পেয়েছে গুলমোহর। ছবিটির পরিচালনা করেছেন রাহুল ভি. চিত্তেলা। সেরা সংলাপ এর জন্যও পুরস্কার জিতেছে গুলমোহর।

ছবিটিতে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন শর্মিলা ঠাকুর এবং মনোজ বাজপেয়ী।

সেরা বাংলা ছবির পুরস্কার পেয়েছে কৌশিক গাঙ্গুলির কাবেরী অন্তর্ধান।

আগামী অক্টোবরে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *