ভিক্রান্ত মেসি: বলিউডের নতুন তারকা
টুয়েলভ ফেইল নিয়ে এত আলোচনা কেন? কোন সে মন্ত্র যাতে মুগ্ধ হয়েছেন কোটি দর্শক? আর সব ছবি থেকে যে কারণে টুয়েলভ ফেইল আলাদা সেটা হলো অভিনেতা ভিক্রান্ত মেসির ইনোসেন্স। পর্দায় চরিত্রটা চমৎকারভাবে তুলে ধরেছেন তিনি। নি:স্ব, অসহায় আবার একইসাথে জেদি এবং আত্মবিশ্বাসী।
টুয়েলভ ফেইল এর প্রায় সব অভিনেতাই অপরিচিত বা স্বল্প পরিচিত। সে কারণে প্রায় সবার অভিনয় দর্শকদের ছুঁয়ে গেছে। এদের সবার ক্যারিয়ারে মাইলফলক হয়ে থাকবে ছবিটি।
টিভি সিরিয়াল দিয়ে ক্যারিয়ার শুরু করেন ভিক্রান্ত। মির্জাপুর প্রথম সিজন করে তিনি ওয়েবে পরিচিতি পান। এর আগে ‘রাইজ’ নামে একটা মিনি সিরিজ করেছিলেন। সেখানে তার সিম্পলিসিটি, ইনোসেন্স নজর কেড়েছিল দর্শকদের।
দিল ধাড়াকনে দো ছবিতে পার্শ্ব চরিত্রে তাকে দেখা গেছে। তবে অভিনেতা হিসেবে তার তেমন কোনো মাইলস্টোন ছিল না সিনেমায়। সেটার অভাব পূরণ করেছে টুয়েলভ ফেইল।
আর প্রতিযোগিতামূলক পরীক্ষার গল্প নিয়ে নানারকম কাজ ওয়েবে আগেও হয়েছে। সেসব গল্পও খুবই ইনস্পায়ারিং। যেমন, টিভিএফ এর অ্যাসপায়রেন্টস, সন্দীপ ভাইয়া, এসকে স্যার কি ক্লাস। এই তিনটা সিরিজের কথা বলা যায়।
টুয়েলভ ফেইল এর মাধ্যমে বলিউডে ভিক্রান্ত মেসির যুগ শুরু হলো বলা যায়।