ভেনিসে গোল্ডেন লায়ন জিতলো দ্য রুম নেক্সট ডোর
পর্দা উঠলো পৃথিবীর সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসব ভেনিস চলচ্চিত্র উৎসবের। এবার ছিল এই উৎসবের ৮১তম আসর। শেষ দিনে পুরস্কার ঘোষণা করা হয়।
এবার গোল্ডেন লায়ন জিতেছে পেদ্রো আলমোদোভার ছবি ‘দ্য রুম নেক্সট ডোর’। স্প্যানিশ ভাষার এই নির্মাতার এটাই প্রথম ইংরেজি ভাষার ছবি।
গত ২ সেপ্টেম্বর ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর ১৭ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল ছবিটি।
মার্কিন লেখক সিগরিড নুনেজ এর ২০২০ সালের উপন্যাস ‘হোয়াট আর ইউ গোয়িং থ্রু’ অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। আগামী ১৮ অক্টোবর স্পেনে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
উৎসবে সেরা পরিচালকের জন্য সিলভার লায়ন জিতেছেন ব্র্যাডি করবেট, ‘দ্য ব্রুটালিস্ট’ ছবির জন্য।
‘বেবিগার্ল’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন নিকোল কিডম্যান।
সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ভিনসেন্ট লিন্ডন, ‘দ্য কোয়ায়েট সন’ ছবির জন্য।
সিলভার লায়ন গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছে ‘ভারমিগিলো’ ছবিটি।
স্পেশাল জুরি প্রাইজ পেয়েছে ‘এপ্রিল’ ছবিটি।
সূত্র: হলিউড রিপোর্টার, ভ্যারাইটি