মহারানী: হুমা কুরেশি শো

সিরিজের নাম ভূমিকায় অভিনয় করেছেন হুমা কুরেশি। অতএব তার ভূমিকাই এই সিরিজে মুখ্য। সেই চ্যালেঞ্জটা নিয়ে বেশ ভালোভাবেই উতরে গেছেন হুমা। আর তাইতো পরপর দুই সিজনই হিট হয়েছে মহারানী সিরিজের।

গ্রামের গৃহবধূ থেকে ঘটনাক্রমে বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া এবং ধীরে ধীরে রাজনীতিতে জায়গা করে নেয়া রানী ভারতীর ভূমিকায় অভিনয় করেছেন হুমা। বিভিন্ন ভূমিকায় তাকে অভিনয় করতে হয়েছে এবং সেটা তিনি করেছেন দারুণ দক্ষতার সাথে।

হুমা যেসব চরিত্র করেছেন তার ক্যারিয়ারে তার থেকে একেবারেই আলাদা রানী ভারতীর চরিত্রটি। বডি ল্যাঙ্গোয়েজ থেকে শুরু করে কস্টিউম, ভাষা সবকিছুতেই পরিবর্তন আনতে হয়েছে তাকে।

এই সিরিজের কাস্টিংয়ের প্রশংসা করতেই হয়। অনেক নতুন মুখ নিয়েও যে এরকম একটা সিরিজ উপভোগ্য করে তৈরি করা যায় তার জন্য এর নির্মাতা এবং পুরো টিম প্রশংসার দাবিদার। গল্পের বাঁক, সংকট ফুটিয়ে তোলা হয়েছে দারুণভাবে।

অভিনয়ের ক্ষেত্রে ভিমা ভারতীর চরিত্রে সৌহম শাহ, নবীন কুমারের চরিত্রে অমিত সিয়াল পাল্লা দিয়ে অভিনয় করেছেন। পাশাপাশি ভিনিত কুমার, মোহাম্মদ আশিক হুসাইন, প্রমোদ পাঠাক, অতুল তিয়ারি নিজেদের চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন।

সিরিজটি ক্রিয়েট করেছেন সুভাষ কাপুর। প্রথম সিজন পরিচালনা করেছেন করন শর্মা, দ্বিতীয় সিজন পরিচালনা করেছেন রবীন্দ্র গৌতম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *