মাঠের ভেতরে-বাইরের ক্রিকেট নিয়ে ইনসাইড এজ

ক্রিকেট! এই উপমহাদেশের ক্রিকেট উন্মাদনার কথা জানে সারা বিশ্ব। সেই সাথে জানে ক্রিকেটকে ঘিরে বেটিং এবং ম্যাচ ফিক্সিংয়ের কথাও। ভক্তদের আবেগ আর অনুভূতির কোন মূল্য নেই সেখানে। টাকার বিনিময়ে জেতা ম্যাচ হেরে যাওয়ার ঘটনা ঘটে অহরহ। আর এর পেছনে রয়েছে হাজার কোটি টাকার ব্যবসা। ক্রিকেট লীগ, তাকে ঘিরে ফিক্সিং, ক্ষমতা ও টাকার খেলা এই সবকিছু নিয়েই ইনসাইড এজ। অ্যামাজন প্রাইম ভিডিও এর প্রথম ইন্ডিয়ান ওয়েব সিরিজ।

সিরিজটির চিত্রনাট্য বেশ গোছানো। বলিউডের একসময়কার হিট অভিনেতা-অভিনেত্রী যাদের অনেকেরই আর আগের জনপ্রিয়তা নেই তাদের দিয়ে সাজানো হয়েছে এর কাস্টিং। এর পাশাপাশি নতুন অনেক অভিনেতা-অভিনেত্রীই রয়েছেন। সবাই সবার জায়গায় দারুন অভিনয় করেছেন। আর সিরিজটির কাহিনীর কারণে এটি উপভোগ্য হয়ে উঠেছে। প্রথম সিজনে রয়েছে মোট ১০টি এপিসোড। প্রতিটি এডিসোড ৪০ থেকে ৫০ মিনিটের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *