মান্নাতে হীরেখচিত নামফলক
শাহরুখ খান মানেই আলোচনা। ছবির বাইরে তার ব্যক্তিগত জীবন, বাসস্থান সবকিছু নিয়েই দর্শকদের প্রবল আগ্রহ। আর তাই মুম্বাইয়ে শাহরুখের বাড়ির সামনে প্রতিদিন ভিড় লেগে থাকে ভক্তদের।
গত দুমাস ধরে শাহরুখের বিলাসী বাংলো মান্নাত-এর সদর দরজায় কি যেন কাজ চলছিল। অবশেষে জানা গেল এর রহস্য।
এবার মান্নাত-এ লেগেছে হীরের ছোঁয়া। বাড়িটির নতুন নামফলকটি বানানো হয়েছে হীরে দিয়ে। যার একপাশে লেখা রয়েছে ‘মান্নাত’, আরেক পাশে লেখা ‘ল্যান্ডস এন্ড’।
শাহরুখের বাড়িটি যে সড়কে তারই নাম ল্যান্ডস এন্ড। কারণ এর পরেই রয়েছে সুবিশাল আরব সাগর।
দীর্ঘ বিরতির পর ‘পাঠান’ ছবি দিয়ে হলে ফিরছেন শাহরুখ। তার জন্মদিনে ছবিটির ট্রেইলার প্রকাশ করা হয়। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম।
এছাড়াও ‘জাওয়ান’ এবং ‘ডুংকি’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। জাওয়ান পরিচালনা করছেন অ্যাটলি, যেখানে শাহরুখের সাথে থাকবেন নয়নতারা। আর রাজকুমার হিরানি পরিচালিত ডুংকিতে শাহরুখের সাথে থাকবেন তাপসী পান্নু।
সূত্র: ফিল্মফেয়ার