মারা গেছেন পল সারভিনো

হলিউড অভিনেতা পল সারভিনো মারা গেছেন।

৮৩ বছর বয়সে ফ্লোরিডার জ্যাকসনভিলের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

১৯৯০ সালে মুক্তি পাওয়া মার্টিন স্করসেসির গুডফেলাস চলচ্চিত্রে গ্যাংস্টার পল সিকেরোর চরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পান।

১৯৩৯ সালে ব্রুকলিনে জন্ম নেন সারভিনো। মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় শুরু করেন।

সূত্র: দ্য হলিউড রিপোর্টার, নিউ ইয়র্ক পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *