যারা পেল অস্কার

এবারের অস্কারে ২৩টি ক্যাটাগরিতে মনোনয়ন দেয়া হয়েছিল। সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছিল ম্যাংক ১০ টি বিভাগে। ৬টি করে মনোনয়ন পেয়েছিল নোম্যাডল্যান্ড এবং দ্য ফাদার। ৫টি করে মনোনয়ন পেয়েছিল সাউন্ড অব মেটাল এবং মা রেইনি’স ব্ল্যাক বটম। ৩ টি বিভাগে মনোনয়ন পেয়েছিল সোল।

মনোনয়নে এগিয়ে পুরস্কারে পিছিয়ে ম্যাংক। ১০টি মনোনয়নের বিপরীতে ম্যাংক পুরস্কার জিতেছে মাত্র ২টি। সেরা চিত্রগ্রহণ এবং সেরা প্রোডাকশন ডিজাইন।

সেদিক থেকে এগিয়ে নোম্যাডল্যান্ড। ৬টি মনোনয়নে তারা জিতেছে ৩টি পুরস্কার। সেরা ছবি, সেরা পরিচালক (ক্লোই ঝাও) এবং সেরা অভিনেত্রী (ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড)।

সোল ৩টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে জিতেছে ২টিতে। সেরা অ্যানিমেটেড ফিচার এবং সেরা অরিজিনাল স্কোর।

৬ টি মনোনয়ন পেয়ে ২টিতে জিতেছে দ্য ফাদার। সেরা অভিনেতা (অ্যান্থনি হপকিন্স) এবং সেরা চিত্রনাট্য (অবলম্বন)।

৫ টি মনোয়ন পেয়ে ২টিতে জিতেছে সাউন্ড অব মেটাল। সেরা সম্পাদনা এবং সেরা শব্দ।

৫টি মনোনয়ন পেয়ে ২টিতে জিতেছেন মা রেইনি’স ব্ল্যাক বটম। সেরা মেকআপ এবং হেয়ারস্টাইল, সেরা কস্টিউম ডিজাইন।

প্রযোজনার দিক থেকে এগিয়ে আছে নেটফ্লিক্স। তারা এবার ৭টি পুরস্কার ঘরে তুলেছে। মা রেইনি’স ব্ল্যাক বটম এবং ম্যাংক প্রতিটির জন্য ২টি করে ৪টি। বাকি ৩টি সেরা লাইভ-অ্যাকশন শর্ট (টু ডিসটেন্ট স্ট্রেঞ্জার্স), সেরা অ্যানিমেটেড শর্ট (ইফ অ্যানথিং হ্যাপেন্স আই লাভ ইউ) এবং সেরা ডকুমেন্টারি ফিচার (মাই অক্টোপাস টিচার)।

ডিজনি-ও খুব একটা পিছিয়ে নেই। তারা জিতেছে ৫টি পুরস্কার। নোম্যাডল্যান্ড এর জন্য ৩টি এবং সোল এর জন্য ২টি।

অস্কারে সেরা যারা

সেরা অভিনেতা: অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)

সেরা অভিনেত্রী: ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (নোম্যাডল্যান্ড)

সেরা ছবি: নোম্যাডল্যান্ড

সেরা মৌলিক গান: ফাইট ফর ইউ (জুদাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ)

সেরা অরিজিনাল স্কোর: সোল

সেরা সম্পাদনা: মিক্কেল ই.জে. নিয়েলসন (সাউন্ড অব মেটাল)

সেরা চিত্রগ্রহণ: এরিক মেসারস্মিট (ম্যাংক)

সেরা প্রোডাকশন ডিজাইন: ডোনাল্ড গ্রাহাম বার্ট, জ্যঁ পাসকেল (ম্যাংক)

সেরা পার্শ্ব অভিনেত্রী: ইউহ-জাং ইউন (মিনারি)

সেরা পার্শ্ব অভিনেতা: ড্যানিয়েল কালুইয়া (জুদাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ)

সেরা ভিজ্যুয়াল এফেক্ট: টেনেট

সেরা ডকুমেন্টারি ফিচার: মাই অক্টোপাস টিচার

সেরা ডকুমেন্টারি শর্ট: কোলেত্তে

সেরা অ্যানিমেটেড ফিচার: সোল

সেরা অ্যানিমেটেড শর্ট: ইফ অ্যানিথিং হ্যাপেন্স আই লাভ ইউ

সেরা লাইভ অ্যাকশন শর্ট: টু ডিসটেন্ট স্ট্রেঞ্জার্স

সেরা শব্দ: সাউন্ড অব মেটাল

সেরা পরিচালক: ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড)

সেরা কস্টিউম ডিজাইন: অ্যান রথ (মা রেইনি’স ব্ল্যাক বটম)

সেরা হেয়ার এবং মেকআপ: মিয়া নিয়েল, জ্যামাইকা উইলসন (মা রেইনি’স ব্ল্যাক বটম)

সেরা আন্তর্জাতিক ফিচার: অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)

সেরা চিত্রনাট্য (মৌলিক): এমারেল্ড ফেনেল (প্রমিজিং ইয়ং ওম্যান)

সেরা চিত্রনাট্য (অবলম্বন): ক্রিস্টোফার হ্যাম্পটন এবং ফ্লোরিয়ান জেলার (দ্য ফাদার)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *