লাল কাপ্তানে অন্যরকম সাইফ
সাইফ আলী খান ইদানিংকালে সিনেমা দিয়ে খুব একটা আলোচনায় আসতে পারছেন না। জাওয়ানি জানেমান, ভূত পুলিশ, কিংবা বান্টি অর বাবলি টু, তার শেষ কয়েকটি সিনেমাই ফ্লপ। আলোচিত কোন সিনেমা তার হাতে নেই।
তবে তার মাঝেও উজ্জ্বল ২০১৯-এ মুক্তি পাওয়া লাল কাপ্তান ছবিটি। এখানে শুধু সাইফের অভিনয়ই হয়ে থাকে দর্শকের প্রাপ্তি। সাথে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন গুনী অভিনেতা দীপক দোব্রিয়াল। ওমকারা ছবিতেও এই জুটি দারুণ অভিনয় করেছিলেন।
ছবিতে এক গোসাই এর চরিত্রে অভিনয় করেছেন সাইফ, যিনি প্রতিশোধ নেয়ার জন্য অবিচল। রেহমত খানকে খুন করে বদলা নিতে চায় সে। কিন্তু কিসের বদলা, সেই গোসাইয়ের সাথে রেহমতের কি নিয়ে শত্রুতা তা ছবির শেষ পর্যন্ত না দেখলে পরিস্কার হয় না।
ছবিটির গল্প মোটামুটি, কাস্টিংয়ে আরেকটু যত্ন নিলে বা বেশ ভালো মানের কয়েকজন অভিনেতাকে নিলে এই গল্পে, এই নির্মাণেই ছবিটা বাজিমাত করতে পারতো।
সাইফ আলী খান ছাড়া আর কারও দিকেই তেমন একটা নজর পড়ে না। পুরো ছবিজুড়েই আছেন গোসাই সাইফ আর রেহমত খানের চরিত্রে মানব ভিজ। রেহমত খানের চরিত্রটা বেশ শক্তিশালী এখানে মানব ভিজ একেবারেই বেমানান লেগেছেন। সঞ্জয় দত্ত হলে ছবিটার রুপটাই পাল্টে যেত।
বলা চলে কাস্টিং ছবিটাকে দূর্বল করে ফেলেছে। নাহলে আরো সাড়া ফেলতো ছবিটি। শেষ পর্যন্ত দর্শকের প্রাপ্তি ওই সাইফ-ই।