শুটিংয়ের জন্য করোনা ভাইরাসমুক্ত গ্রাম বানাবেন টম ক্রুজ
‘মিশন ইম্পসিবল সেভেন’ ছবির শুটিং করার জন্য করোনা ভাইরাসমুক্ত একটি গ্রাম তৈরি করার পরিকল্পনা করেছেন হলিউড অভিনেতা টম ক্রুজ। সেখানে ছবিটির অভিনেতা ও কলাকুশলীদের নিয়ে ছবির শুটিংয়ের কাজ শেষ করবেন।
অক্সফোর্ডশায়ার এর একটি পরিত্যক্তি একটি এলাকাকে নতুন করে নির্মাণ করে নেবেন তিনি। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ছবিটির শুটিং এমনিতেই অনেক পিছিয়ে গেছে। যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হতে আরো সময় লাগবে তাই আর বসে থাকতে চান না মিশন ইম্পসিবল সেভেন এর অভিনেতা ও প্রযোজক টম ক্রুজ।
যদিও নতুন করে একটা করোনা ভাইরাসমুক্ত গ্রাম তৈরি করে শুটিং করাটা ব্যয়বহুল হবে। তবে সেটি নিয়ে ভাবছেন না টম ক্রুজ। কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করে ছবির শুটিং শেষ করাটাই এখন তার প্রধান লক্ষ্য। ছবিটির শুটিং ভ্যানিসে হচ্ছিলো। তবে করোনা পরিস্থিতির কারণে তা যুক্তরাজ্যে সরিয়ে আনা হবে।
সেপ্টেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হতে পারে। ছবিটি পরিচালনা করছেন ক্রিস্টোফার ম্যাককুয়েরে। প্রথমে ছবিটি ২০২১ সালের ২৩ জুলাই মুক্তি দেয়ার পরিকল্পনা ছিলো। তবে করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে দিতে হয়েছে। ২০২১ সালের ১৯ নভেম্বর ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা করা হয়েছে এখন।
সূত্র: দ্যা সান ডট কো ডট ইউকে