অস্কার মঞ্চে স্করসেসি এবং তারান্তিনোর প্রতি কৃতজ্ঞতা জানালেন বং জুন-হো
৯২তম অস্কারে সেরা পরিচালক এর পুরস্কার জিতেছেন দক্ষিণ কোরিয়ার বং জুন-হো। তাঁর পরিচালিত প্যারাসাইট ছবিটি জিতেছে সেরা ছবি, বিদেশি ভাষার সেরা ছবি এবং সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার।
সেরা পরিচালকের পুরস্কার পাওয়ার পর অস্কার মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেন তিনি। সেখানে নির্মাতা মার্টিন স্করসেসি এবং কুয়েন্তিন তারান্তিনোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এবার সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছিলেন মার্টিন স্করসেসি এবং কুয়েন্তিন তারান্তিনো দুজনেই। সাথে আরো পেয়েছিলেন স্যাম মেন্ডেস এবং টড ফিলিপস।
অস্কার মঞ্চে বং জুন-হো বক্তব্যটি দেন তাঁর মাতৃভাষায় অর্থ্যাৎ কোরিয়ান ভাষায়। আর সেটি ইংরেজিতে অনুবাদ করে দেন একজন দোভাষী।
বং জুন-হো এর বক্তব্য
ধন্যবাদ। সেরা বিদেশি ভাষার ছবির পুরস্কার পাওয়ার পর আমি ভেবেছিলাম, আজকের জন্য যথেষ্ট হয়েছে। এখন আমি চুপচাপ বসে থাকবো।
অনেক ধন্যবাদ। আমি যখন তরুণ ছিলাম এবং সিনেমা নিয়ে পড়ছিলাম, তখনকার একটা কথা এখনো আমার হৃদয়ে গেঁথে আছে। কথাটা হলো, ‘সবচেয়ে ব্যক্তিগত বিষয়টিই সবচেয়ে সৃষ্টিশীল’।
আর এই কথাটা বলেছিলেন গ্রেট মার্টিন স্করসেসি (স্করসেসি তখন দর্শক সারিতে ছিলেন। সবাই তাঁকে সম্মান জানান। এসময় তাকে হাসতে দেখা যায়)। আমি যখন স্কুলে পড়তাম, আমি মার্টিন স্করসেসির ছবি দেখেছি। তাঁর সাথে সেরা পরিচালকের মনোনয়ন পাওয়াটাই আমার জন্য অনেক বড় সম্মান ছিলো। আমি কখনো ভাবিনি আমি জিতবো।
আমেরিকার লোকজন যখন আমার সিনেমা সম্পর্কে জানতো না, তখনও কুয়েন্তিন (তারান্তিনো) তাঁর প্রিয় ছবির তালিকায় আমার ছবিগুলো রাখতো। ও এখানে আছে, (কুয়েন্তিন তখন দর্শক সারি থেকে হেসে বং জুন-হো কে অভিবাদন জানান। ) অনেক অনেক ধন্যবাদ কুয়েন্তিন, আই লাভ ইউ।
এবং (টড ফিলিপস) এবং স্যাম (মেন্ডেস), সবাই অত্যন্ত মেধাবী পরিচালক, যাদের আমি প্রশংসা করি। যদি অ্যাকাডেমি আমাকে অনুমতি দেয়, আমি একটা টেক্সাস চেইনসো পেতে আগ্রহী, পুরস্কারটাকে পাঁচ ভাগে ভাগ করে সবার সাথে শেয়ার করতে চাই।
ধন্যবাদ। আমি কাল সকাল পর্যন্ত মদ খাবো। ধন্যবাদ।
সূত্র: হলিউড রিপোর্টার ডটকম