হতাশ করলো বার্লিন
ট্রেইলার দেখে মনে হয়েছিল বেশ জমজমাট একটা স্পাই থ্রিলার হবে। তার উপর রাহুল বোস আর অপরশক্তি খুরানার মত অভিনেতার উপর ভরসা ছিল। কিন্তু শেষমেশ হতাশ করলো ছবিটা।
যত গর্জে তত বর্ষে না। প্রথম এক ঘণ্টা দুর্দান্ত। ধীরে ধীরে গল্পের ব্যাকগ্রাউন্ড এস্টাবলিশ করে ফেলে এবং মনে হলো এরপরে ধামাকা কিছু হবে। কিন্তু শেষের এক ঘণ্টা এতটাই বোরিং এবং বোগাস ছিল যে শেষ পর্যন্ত দেখাটাই কষ্ট হয়ে গেছে।
রাহুল বোস বা অপরশক্তি খুরানার তেমন কিছু করার ছিল না। দুর্বল স্ক্রিপ্ট।
তবে ইসোয়াক সিং বেশ ভালো অভিনয় করেছেন। আর্ট ডিরেকশন ভালো ছিল।