হাউজ অব সিক্রেটস: দ্য বুরারি ডেথস (২০২১)

২০১৭ সালে ভারতের রাজধানী দিল্লির বুরারি এলাকার এক বাড়িতে একই পরিবারের ১১ জনের মৃতদেহ পাওয়া গিয়েছিল। যাদের মধ্যে ১০ জনের মৃতদেহ ছিল ঝুলন্ত অবস্থায়। পুরো পরিবারই খতম হয়ে যায়, যার মধ্যে ছিল তিন প্রজন্মের সদস্য। ৮০ বছরের বৃদ্ধা থেকে কিশোর পর্যন্ত বিভিন্ন বয়সের নারী-পুরুষ।

পুরো ভারতজুড়ে ঘটনাটি আলোড়ন ফেলেছিল। খুন না আত্মহত্যা এ নিয়ে দফায় দফায় একাধিক সংস্থা তদন্ত করে নিশ্চিত হয় যে পরিবারটির সবাই আত্মহত্যা করেছিলেন। সুখী ও স্বচ্ছল একটি পরিবারের সকল সদস্য কেন আত্মহত্যা করলো? তার বিস্তারিত তুলে ধরা হয়েছে নেটফ্লিক্সের এই তিন পর্বের সিরিজে।

খুবই গোছানো স্ক্রিপ্ট এবং সিরিজের ঘটনাবলী সাজানো হয়েছে দারুণভাবে। পুরো ঘটনাটা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে ফিল্ড অফিসার, তদন্ত কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ, সাংবাদিক এবং মনরোগ বিশেষজ্ঞদের বয়ানে। এই ঘটনার একটা বিশেষ দিক হচ্ছে মিডিয়া নানাভাবে মসলা মাখিয়ে নানা থিওরি প্রচার করেছে যা জনমনে ব্যাপক বিভ্রান্তি তৈরি করেছিল। সেসব গল্প-গুজবকে ভেঙে কেবল ফ্যাক্টসগুলোকেই তুলে ধরা হয়েছে সিরিজটিতে।

এই সিরিজটা আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়াটা খুবই জরুরি। আমরা মানসিক রোগ বলতেই পাগল মনে করি কিন্তু মানসিক রোগ যে কত জটিল সমস্যা তৈরি করতে পারে তা সিরিজটি দেখলে অনুধাবন করা যায়। মানসিক সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং নিয়মিত চিকিৎসা নিতে হবে। নয়তো ‘বুরারি ডেথস’ এর মতো ভয়াবহ পরিণতি আমাদের যে কারো পরিবারেই হতে পারে। মানসিক রোগের চিকিৎসায় কোন লজ্জা নেই, এটা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *