হোয়াট দ্যা ফোকস (২০১৭)
ভারতীয় এই ওয়েবসিরিজের প্রথম সিজন মুক্তি পায় ২০১৭ সালে। দ্বিতীয় সিজন ২০১৮ তে। যদিও প্রথম সিজনটাই বেশি মজার। সিরিজটির মূল বিষয়বস্তু দুই প্রজন্মের মধ্যে ব্যবধান এবং সেই ব্যবধান ঘুচিয়ে পরিবারকে এক সুতোয় গেঁথে রাখা। অফিসের কাজের জন্য শ্বশুরবাড়িতে একমাস থাকতে আসে নিখিল।
শ্বশুরবাড়িতে আছে শ্বশুর-শাশুড়ি আর শালী। শ্বশুর-শাশুড়ির সাথে প্রথমদিকে নিখিলের একটা গ্যাপ থাকে। তারাও প্রথমে নিখিলকে নিয়ে একটু দ্বিধায় থাকে, তার কি পছন্দ, কি অপছন্দ এসব নিয়ে।
তারপর নানা ঘটনাচক্রে সবাই আরো কাছাকাছি চলে আসে এবং ব্যবধানগুলো ঘুচে যেতে থাকে। দারুন সুন্দর অভিনয় করেছেন সবাই। স্ক্রিপ্টও দূর্দান্ত। ইউটিউবে প্রতিটি পর্বই পাওয়া যাবে ডাইস মিডিয়ার চ্যানেলে।
সিরিজে মূল চরিত্রে অভিনয় করেছেন ভীর রাজওয়ান্ত সিং, এশা চোপড়া, ভিপিন শর্মা এবং দীপিকা আমিন।