আধুনিক বাংলা হোটেল (২০২৪)
মোশাররফ করিম অভিনীত প্রথম ওয়েব সিরিজ তাই এই সিরিজ নিয়ে আলোচনা ছিল। তিনটি গল্প নিয়ে সাজানো হয়েছে সিরিজটি। বোয়াল মাছের ঝোল, খাসির পায়া, হাসের সালুন।
এর মধ্যে গল্প, নির্মাণ এবং অভিনয়ে এগিয়ে রয়েছে বোয়াল মাছের ঝোল পর্বটি। চমৎকার লোকেশনে ছবিটির শুটিং হয়েছে। মোশাররফ করিম এবং গাজী রাকায়েত এর অভিনয় ছিল উপভোগ্য। গল্পটাও দারুণ। সব মিলিয়ে এই পর্বটিকে সিরিজের সেরা পর্ব বলা যায়।
হাসের সালুন সে তুলনায় কিছুটা পিছিয়ে আছে। গল্প ভালো হলেও নির্মাণে কিছুটা খামতি রয়ে গেছে। বিশেষ করে গল্পের শেষ দিকটা একটু বেখাপ্পা লেগেছে প্রথম দিকের সাথে।
সবচেয়ে ম্লান হচ্ছে খাসির পায়া পর্বটি। গল্পটা একদমই সাদামাটা হয়েছে বাকি দুই পর্বের সাথে তুলনায়। অভিনয়ে তেমন কোনো উল্লেখযোগ্য বিষয় নেই।
তবে তিনটি পর্বেই সিনেমাটোগ্রাফি এবং আর্ট ডিরেকশন ছিল দশে দশ। বিশেষ করে বোয়াল মাছের ঝোল এর কথা আরেকবার বলতেই হয় এর চমৎকার সিনেমাটোগ্রাফির জন্য।