অস্কারে সেরা ছবি আনোরা

৯৭তম অস্কারে সেরা ছবির পুরস্কার জিতেছে আনোরা। ছয়টি বিভাগে মনোনয়ন পেয়ে সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা সম্পাদনাসহ মোট পাঁচটি পুরস্কার জিতেছে ছবিটি।

দ্য ব্রুটালিস্ট ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে দ্বিতীয় অস্কার জিতেছেন অড্রিয়ান ব্রডি। এর আগে দ্য পিয়ানিস্ট ছবির জন্য ২০০২ সালে সেরা অভিনেতা হিসেবে প্রথম অস্কার জেতেন তিনি।

উল্লেখযোগ্য পুরস্কারের তালিকা

সেরা ছবি: আনোরা

সেরা অভিনেত্রী: মিকি ম্যাডিসন (আনোরা)

সেরা অভিনেতা: অড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)

সেরা পার্শ্ব অভিনেত্রী: জো সালদানা (এমিলিয়া পেরেজ)

সেরা পার্শ্ব অভিনেতা: কিরিয়ান কালকিন (এ রিয়েল পেইন)

সেরা পরিচালক: শন বেকার (আনোরা)

সেরা বিদেশি ভাষার ছবি: আই এম স্টিল হিয়ার (ব্রাজিল)

সেরা মৌলিক চিত্রনাট্য: আনোরা (শন বেকার)

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রগান)

সেরা সম্পাদনা: আনোরা

সেরা সিনেমাটোগ্রাফি: দ্য ব্রুটালিস্ট

সূত্র: বিবিসি, স্ক্রিন র‍্যান্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *