বাফটায় সেরা কনক্লেভ
ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস, সংক্ষেপে বাফটা। এবার বসেছিল এই পুরস্কারের ৭৮তম আসর।
লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত আয়োজনে সেরা ছবির পুরস্কার জিতেছে কনক্লেভ।
সর্বোচ্চ ১২টি মনোনয়ন পেয়ে ছবিটি পুরস্কারের দৌড়ে এগিয়ে ছিল। পেয়েছে মোট চারটি পুরস্কার।
দ্য ব্রুটালিস্ট ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ব্র্যাডি করবেট। একই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রডি।
আনোরা ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মাইকি ম্যাডিসন।
আলোচিত ছবি এমিলিয়া পেরেজ জিতেছে সেরা বিদেশি ভাষার ছবির পুরস্কার।
সূত্র: বাফটা অফিসিয়াল ওয়েবসাইট, বিবিসি।