অস্কার মনোনয়নে এগিয়ে এমিলিয়া পেরেজ

৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার এর চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের অস্কারে সর্বোচ্চ ১৩টি বিভাগে মনোনয়ন পেয়ে ইতিহাস জ্যাক অদিয়ার পরিচালিত ছবিটি।

ভিনদেশী ভাষার কোনো ছবির অস্কারে পাওয়া সর্বোচ্চ মনোনয়ন এটি। এর আগে ক্রোচিং টাইগার, হিডেন ড্রাগন (২০০০), রোমা (২০১৮) ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছিল।

সেরা ছবি এবং সেরা বিদেশি ভাষার ছবি দুই বিভাগেই মনোনীত হয়েছে এমিলিয়া পেরেজ।

এ বছর ‘দ্য ব্রুটালিস্ট’ এবং ‘উইকেড’ দ্বিতীয় সর্বোচ্চ ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছে। ‘আ কমপ্লিট আননোন’ এবং ‘কনক্লেভ’ আটটি বিভাগে মনোনয়ন পেয়েছে।

আগামী ২ মার্চ বসবে এবারের অস্কারের আসর।

সূত্র: হলিউড রিপোর্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *